
প্রচলিত কুসংস্কার দূরীকরণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সন্ধ্যায় ইহইয়া উস্ সুন্নাহ ফাউন্ডেশন এর আয়োজনে এবং ঢাকা দক্ষিণখান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট এর সহযোগীতায় উপজেলার নারায়নপুর প্রধান পাড়ায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। ডি.এন কলেজের অফিস সহকারি ফজলুল হকের সভাপতিত্বে সভায় কুসংস্কার দূরীকরণ বিষয়ক আলোচনা করেন ঢাকা দক্ষিণখান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধ্যক্ষ শাইখ ইসমাঈল হোসাইন, উপাধ্যক্ষ মুখলিছুর রহমান মাদাসী, শিক্ষার্থী আবু হাসনাত, তরিকুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্রেসক্লাবের সংস্কৃতি, সাহিত্য, পত্রিকা ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বাদল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।