ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের সুদ মুক্ত ঋন, নবীন উদ্যোক্তা ঋন, গৃহ নির্মাণ ঋন, সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও এরিয়া অফিসের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও এরিয়া অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অডিট অফিসের যোনাল অডিট অফিসার মোহা: আব্দুল আলীম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র, ঠাকুরগাঁও সদর এরিয়া ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো: হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো: ছাইদুর রহমান সরকার, হিসাব কর্মকর্তা মো: মমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় ৬ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যের মাঝে সুদ মুক্ত ঋন, ১ জন নবিন উদ্যোক্তাকে ঋন, ২০ জন সদস্যকে গৃহ ঋন, ১৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ শেষে প্রায় শতাধিক সদস্যের মাঝে বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা বিরতণ করা হয়।