দাওয়াত না পাওয়ায় অনুষ্ঠান পণ্ড করলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩

দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইবনে আমিন। ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে।

আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ওই স্কুল থেকে এ বছর অংশ নেবে ২১৩ জন পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে বিশাল মঞ্চ, ব্যানার, ফেস্টুন করে সকাল থেকে আনন্দ-উল্লাস করছিল তারা।

এদিন সকাল ১০টায় কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইবনে আমিন স্কুল মাঠে এসে অনুষ্ঠানের ব্যানারটি নিয়ে যান। এ সময় তার দলীয় লোকজন স্কুলে লাগানো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরে বিদায় অনুষ্ঠান হবে না বলে শিক্ষার্থীদের চলে যেতে নির্দেশ দেন। এ পরিস্থিতি দেখে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী ছোটাছুটি করতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাঁশখালী থানার এসআই পেয়ার আহম্মদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পৌঁছলে চেয়ারম্যান ও চেয়ারম্যানের লোকজন স্থান ত্যাগ করেন।

কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইবনে আমিন বলেন, ‘অনুষ্ঠান পণ্ড করেছি ঠিক। কারণ আমার বাড়ির পাশে স্কুল। আমার স্বাক্ষরে জন্ম সনদ নিয়ে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়। অথচ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়নি। তাই দলবল নিয়ে বিদায় অনুষ্ঠান পণ্ড করে দিয়েছি। আমাকে দাওয়াত দিলে শুক্রবার বিদায় অনুষ্ঠান হবে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁশখালী থানার ওসিকে জানিয়ে দিয়েছি।’

কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, ‘তিন দিন পর পরীক্ষা, তাই অনুষ্ঠান করা হয়েছিল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে। তাতে ক্ষিপ্ত হয়ে সকালে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন চেয়ারম্যান। বিষয়টি আমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানিয়েছি। স্কুলের শিক্ষকরা দুপুরে পরীক্ষার্থীদের ডেকে পরীক্ষার প্রবেশপত্র দিয়ে অনানুষ্ঠানিক বিদায় দিয়েছেন।’

স্কুলের প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ বলেন, ‘পরীক্ষার্থীরা স্কুলে এসে দুপুরে শিক্ষকদের কাছ থেকে দোয়া ও পরীক্ষার প্রবেশপত্র নিয়ে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরেছে। একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে আশঙ্কায় পরীক্ষার্থীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছি।’

বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন বলেন, ‘কাথরিয়া বাগমারা স্কুলের ব্যাপারে আমি কিছু জানি না। কেউ আমাকে অভিযোগ করেনি।’

বাঁশখালী থানার এসআই পেয়ার আহম্মেদ বলেন, ‘ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
সুত্র-কালের কন্ঠ