
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশু শ্রম সংক্রান্ত তথ্য শেয়ার ও সচেতনতা তৈরী মুলক উপকরণ উপস্থাপনা বিষয়ক কর্মশালা হয়েছে। ২৩ মার্চ উপজেলা পরিষদ সভা কক্ষে ইএসডিও’র সিএলএমএস প্রকল্পের আওতায় আইএরও’র সহযোগীতায় এ কর্মশালা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলামা, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদোর সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র রায়, ইকোনোমিক ডেভেলপমেন্ট অফিসার রওশান জামিল, সিএলএমএস প্রকল্পের উপজেলা ম্যানেজার অগ্নিশিখা প্রমূখ।