খাসপুকুর পাড়ে বসবাসরত আবাসন গৃহায়ন প্রকল্পের পরিবারের নামে সেই খাস পুকুর গুলো প্রদান ও প্রকৃত ভূমিহীন গৃহহীনদের বাছাই করে খাস জমি বন্দোবস্তের দাবিতে র্যালি
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সরকারী আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছ গ্রামের ভূমিহীনরা।
আজ রবিবার বিকালে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীন গুচ্ছ গ্রাম সমবায় সমিতির আয়োজনে এই র্যালী ও মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন, রানীশংকৈল উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কবিরাজ মর্মু, উত্তরগাও মানিকাদীঘি শাপলা সমবায় সমিতির সভাপতি নওশাদ আলী, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা জনসংগঠনের সাধারণ সম্পাদক হরিমোহন রায়,ভূমিহীন সমিতির সহ- সভাপতি মানিক হোসেন, হাজেরা দীঘির সভাপতি তবারক আলী, হারিয়া ভূমিহীন সমিতির সদস্য রহমান মিয়া সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীন ও গৃহীনদের নামে পুকুর প্রদান ও ইজারার তালিকা বাতিল সহ খাস জমি সমূহ ভূমিদস্যদের নিকট হতে সরকারিভাবে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে যেন বন্দোবস্ত করা হয়।
ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন এই ভূমিহীনরা।