ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩

ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। রোববার সদর উপজেলার নারগুন ইউনিয়নের গোবিন্দনগর ইক্ষু খামার চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্ত কুমার রায়, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম, চাইল্ড প্রটেকশন অফিসার বৈদ্য ম্যানুয়াল প্রমুখ।
এ সময় সংস্থার সুবিধাভোগী অসহায় ও দুস্থদের মাঝে জনপ্রতি ২টি করে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় ১৫০ জনকে জনপ্রতি ২টি করে ছাগল বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।