
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও অগ্নি নির্বাপন মহড়া হয়েছে। শুক্রবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আয়োজনে অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া দেখানো হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্আব আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, একাডেমিক সুপার ভাইজার জহুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোশারফ হোসেন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।