শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
জানা গেছে, দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ শত ৪৫ জন অভিভাবকের মধ্যে ২’শ ৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল গণনায় চারজন প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করা হয়।

বিজয়ীরা হলেন- ৫ নং প্রতিকে কামাল হোসেন ১৯১ ভোট পেয়ে প্রথম, ৮ নং প্রতিকে মুনজুর আলম ১৬৫ ভোট পেয়ে দ্বিতীয়, ২ নং প্রতিকে আনছারুল হক ১৩৫ ভোট পেয়ে তৃতীয় ও ১০ নং প্রতিকে মিন্টু আলী ১২৬ ভোট পেয়ে চতুর্থ হন।

প্রিজাইডিং অফিসার পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ জানান, উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৩৪৫ জন। ভোট পড়েছে ২৯০ টি।

নির্বাচনে উপস্থিত ছিলেন খনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসার আলী ডাবলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইউপি সদস্য মইনুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ইবনে হারেসা,দাতা সদস্য লিয়াকত আলী মন্ডল, সমাজ সেবক মানিক হেসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আইন শৃংখলার দায়িত্বে ছিলেন পীরগঞ্জ থানা পুলিশের এএসআই অশোকের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। পরে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।