ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সদর পৌর শহরের এনামুল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো: আসাদ (২৮) ও মো: রাশেদুল (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশেদুল ও আসাদ মটরসাইকেলে প্রেট্রোল নেওয়ার জন্য এনামুল পাম্পে প্রবেশ করছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে ধানভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। নিহত রাশেদুল পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার আব্দুল জব্বারের ছেলে ও আসাদ শহরের শাহ্পাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।