ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে কিশোর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সালন্দর চাষী ক্লাবের আয়োজনে প্রতিযেগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালন্দর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেষ্ট অব অনার দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মালেক চিশতী, বিশেষ অতিথি সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সালন্দর ইউনিয়ন আ’লীগের সাধারণ আবু দাইয়াম জনি, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী প্রমুখ।
ঘোড়দৌড়ে আশপাশের এলাকার প্রায় ৩৫ জন কিশোর অংশগ্রহন করে। পরে অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।