ঠাকুরগাও-৩ উপ-নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে দীপেন ও গীতির নাম প্রস্তাব
ঠাকুরগাও-৩ আসনের উপ-নির্বাচনে জাসদের দলীয় প্রার্থী মনোয়নের জন্য দীপেন্দ্র নাথ রায় এবং গীতি গমন চন্দ্র রায়ের নাম জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে পীরগঞ্জে উপজেলা জাসদের(ইনু) বর্ধিত সভায় এ হয়। জাসদের উপজেলা শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য দেন, উপজেলা জাসদের সাবেক সভাপতি দীপেন্দ্র নাথ রায়, জাসদ নেতা গীতি গমন চন্দ্র রায়, ইব্রাহীম, ওমর ফারুক, ফরজন আলী প্রমূখ।