পীরগঞ্জে যমুনা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২

ঠাকুরগাঁও পীরগঞ্জে যমুনা ব্যাংকের ৫৯ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে আনুষ্ঠিানিক ভাবে এ শাখার উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্র নুর মোহাম্মদ, উদ্বোধক ব্যাংকের পরিচালক আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম ভরসা। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ। বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। এ সময় পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিরুর রহমান নান্নু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংকের সেতাবগঞ্জ শাখার অধীনের শহরের তরিকুল টাওয়ারে এ উপ-শাখা উদ্বোধন করা হয়।