
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা মহাসচিব এর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, বিএনপির মহাসচিবকে মুক্তি না দেওযা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুুম তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েস সহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।