পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগীতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ৬ টায় উপজেলা পরিষদ গেটে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্থাপন, সাড়ে ৮টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো ও দিবসের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। পরে উপজেলা পরিষদের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও কর্মি, নারী কর্মি ও স্কাউটস সদস্যসহ সাধারণ মানুষ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দেলোওয়ারা খাতুন বুলবুল, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, এনজিও প্রতিনিধি ইএসডিও’র রওশন জামান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূূূখ।