ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে ছাত্রলীগের নেতা কর্মীরা ঝাড়ু– মিছিল ও মানববন্ধন করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল রাজবীর ও সম্পাদক রফিকুল ইসলামের নেত্রীত্বে বিক্ষোভ ও ঝাড়ু– মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা বলেন,গত ৩ নভেম্বর ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি আজহারুল ই্সলাম ও সম্পাদক হিমুন সরকার স্বাক্ষরিত ২১ সদস্যের হরিপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করেন। প্রকৃত ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন না করে জেলা কমিটি দলীয় গঠণতন্ত্রকে উপেক্ষা করে নিজ ক্ষমতাবলে টাকার বিনিময়ে বিএনপি ও জাময়াত পরিবারের সদস্য সাদেকুল ইসলাম কে সভাপতি ও শামিমকে সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষনা করেন। কমিটির অনেক্ছেই ত্রলীগ করেন না। এ বির্তকিত কমিটি আমরা মানিনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অনতি বিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত ও ত্যাগী নেত্রীত্বের হাতে দায়িত্ব দিতে হবে,না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।