জেল হত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহরের পূর্বচৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাহজাহান আলী, যুগ্ন সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আরেফিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, আওয়ামীলীগ নেতা বুলু, আব্দুস সবুর সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।