ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অগদূত” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির সদস্যরা।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি রিপন আলী সবুজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য আছির উদ্দিন আহমেদ, পীরগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, ভোমরাদহ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান (কামু)।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুজন আলী, অগ্রদূত পল্লী পাঠাগার এর আইসিটি সম্পাদক ইমরান আলী, মুরসালিন খান,সেলিম ,হৃদয়, আল আমিন, মমিনুল সহ অন্যান্য সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।