পীরগঞ্জে অগ্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২
পীরগঞ্জে অগ্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অগদূত” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির সদস্যরা।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি রিপন আলী সবুজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য আছির উদ্দিন আহমেদ, পীরগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, ভোমরাদহ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান (কামু)।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুজন আলী, অগ্রদূত পল্লী পাঠাগার এর আইসিটি সম্পাদক ইমরান আলী, মুরসালিন খান,সেলিম ,হৃদয়, আল আমিন, মমিনুল সহ অন্যান্য সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।