ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আদিবাসি জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক সহায়তা ইস্যুতে সরকারী কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে সংবেদন শীল সভা হয়েছে। সোমবার দুপুরে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সামাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, আদিবাসিনেতা কাচেন্দ্র নাথ, বাহা মনি প্রমূ। এ সময় পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ফকিরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ ইউপি চেয়ারম্যান অন্যান্য ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।