ঠাকুরগাঁওয়ে সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২
ঠাকুরগাঁওয়ে সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন থেকে পাচারের সময় ২৫ বস্তা সার আটক করে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।
জানা যায়, রাতে ওই ইউনিয়ন থেকে ২৫ বস্তা সার অন্য ইউনিয়নে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সেগুলি আটক করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতিকে খবর দিলে তিনি সারগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান। স্থানীয় কৃষকেরা অভিযোগ করে জানান, ডিলারের কাছে সার কিনতে গেলে সংকটের অজুহাত দেখান অথচ রাতের আধারে তা অন্যত্র পাচার করা হচ্ছে। তারা এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং দাবি করেন।
পরে সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাচারের সত্যতা পেয়ে কৃষি সম্ভার এর প্রোপাইটার মকবুল হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তার পক্ষে হারুন অর রশিদ জরিমানা প্রদান করেন। পরে জব্দকৃত সারগুলি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। পরবর্তিতে সরকার নির্ধারিত মূল্যে ওই সার এলাকার প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান সদর ইউএনও।

সবার সংবাদ ২৪ ডট কম