পীরগঞ্জে মেহেদীর রং শুকাতে না শুকাতেই নববধুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২
নববধুর মৃত্যু

মেহেদীর রং শুকাতে না শুকাতেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রিপা নামে এক নববধুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে শহরের রঘুনাথপুর পানুয়াপাড়া (পুকুরপাড়) এলাকায় স্বামীর বাড়ির শয়ন ঘড় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয়রা জনায়, মাস খানেক আগে পীরগঞ্জ পৌর শহরের পানুয়াপাড়া পুকুরপাড় এলাকার রবি মোহাম্মদের ছেলে রুবেলের সাথে জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী (ভুতডাঙ্গী) গ্রামের নবাই মোহাম্মদের কুমারী কন্যা রিপার পারিবারিক ভাবে বিয়ে হয়। এটি রুবেলের দ্বিতীয় বিয়ে। বনি বনা না হওয়ায় প্রথম স্ত্রীর সাথে ছাড়া ছাড়ি হয় রুবেলের। আগের স্ত্রী’র চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে তার। শিশুটি রুবেলের সাথেই থাকে। পেশায় তিনি একজন নির্মান শ্রমিক। দ্বিতীয় বিয়ের পর নববধু আর ঐ শিশু সন্তান নিয়ে ভালই দিন কাটছিল রুবেলের। কয়েক দিন আগে রুবেল তার নববধুকে সাথে নিয়ে নতুন শ্বশুর বাড়ি কাঠালডাঙ্গীতে বেড়াতে যায়।

রবিবার রাতে রুবেল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আসে। সোমবার সকালে তিনি কাজের সন্ধানে বাড়ির বাইরে যান। এক পর্যায়ে শয়ন ঘরের ভিতরে রিপার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির অন্যান্যরা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘরের ভিতরে ঐ নববধুর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সবার সংবাদ ২৪ ডট কম