পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেল ২২৯ ভুমিহীন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আবারো ২২৯ জন ভুমিহীন ও গৃহহীন পেল প্রধানমন্ত্রীর উপহারের আধা পাকা বাড়ি। উপজেলার গোদাগাড়ি এলাকায় নির্মান করা এসব বাড়ির চাবি রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ল্যাট্রিন ও রান্না ঘড় সহ দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা বাড়ি পেয়ে খুশীতে আত্নহারা হয়ে পড়েন ভুমিহীন ও গৃহহীনরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় এর আগে উপজেলায় প্রায় এক হাজার তিন’শ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করা হয়।