
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন সাংবাদিক হামলা মামলার শিকার হলে ফ্রি আইনি সেবার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি ও বাংলাদেশের কমিনিউস্ট পার্টির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম।
পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকাল ১১টায় দৈনিক মানব কন্ঠের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও প্রতিদিনের সংবাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জুনায়েদ কবির সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষনা দেন।
অ্যাড. আবু সায়েম মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উদেশ্যে বলেন, একটি দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিক অপরীসিম। আপনারা দেশের সার্বিক চিত্র মানুষের মাঝে তুলে ধরুন। আপনারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ হামলা কিংবা মামলার শিকার হন আপনাদের আমি ফ্রি আইনি সেবা প্রদান করব। ভয়ভীতি উপেক্ষা করে আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনে অনড় থাকুন।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা জানান, আইনজীবির কাছ থেকে এ ধরণের ঘোষণা মূল ধারার সাংবাদিকদের কাজের গতি বাড়িয়ে তুলবে বলে মনে করি। সেই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানাচ্ছি।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন, সম্প্রতি সময়ে দেশে সাংবাদিক নির্যাতন বেড়ে চলছে। সংবাদকর্মীরা নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের ফ্রি আইনি সেবার দেওয়ার ঘোষণা দেওয়া আইনজীবি কে পীরগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।