ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ম বহির্ভুত ভাবে সার বিক্রি করার অপরাধে বিএডিসি’র এক ডিলারকে ২৫ হাজার এবং লাইসেন্স ছাড়া সার বিক্রি করা দায়ে এক খুচরা ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, নিয়ম না মেনে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে পৌর শহরের স্টেশন রেডের বিএডিসি’র ডিলার আদর্শ বীজ ভান্ডার এর মালিক হেলালউদ্দীনকে ২৫ হাজার এবং বৈরচুনা বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করায় শাহজাহান আলী নামে এক খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, কেউ যেন সার নিয়ে অধিক মুনাফা অর্জন করতে না পারে এবং সহজেই কৃষক যেন সার পায়, সেটা বিবেচনা করেই সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গোডাউন এবং দোকানে অভিযান চালানো হচ্ছে।