আইডিয়া বাংলাদেশ’র উদ্যোক্তা কথন গল্প লিখা প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১০০ জনে লালমনিহাটের মেয়ে ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা পারভিন অনন্যা। সম্প্রতি রাজধানীতে আইডিয়া বাংলাদেশ’র এক অনুষ্ঠানে সেরা ১০০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ বিষয়ে উদ্যোক্তা সানজিদা পারভিন বলেন, ‘আমি সত্যি ভাবতেই পারিনি এত বড় কিছু অর্জন করব, ছোট বিজনেস থেকে আজ এখানে পৌঁছাতে পেরেছি শুধুমাএ আইডিয়া বাংলাদেশ এর জন্য। অনুষ্ঠানে আমি গর্ব করে বলেছি আমি হাতীবান্ধা উপজেলার লালমনিরহাটের একজন মেয়ে। এবং পড়াশোনা করছি স্ট্যার্মফোড বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি বিজনেস নিয়ে কাজ করছি।’
আরও ভালো কাজ করে সামনে এগিয়ে যেনে চান সানজিদা পারভিন।