পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপদেষ্টা মন্ডলিরসদস্য এবং স্থানীয় সাংসদ জাহিদুর রহমানের বড় ভাই ডা. মুনির উদ্দীন ইন্তেকাল করেছেন(ইন্না…রাজিউন) । মঙ্গলবার ভোরেরাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুইছেলে,দুই মেয়ে রেখে গেছেন। তিনি আওয়ামীলীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।বুধবার সকাল সাড়ে ৯ টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এবং ১১ টায় নিজ বাড়ি মালঞ্চায় তার ২য় জানাযা শেষে পারিবারিকগোরস্তানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি ইমদাদুল হক, হাফিজউদ্দীন আহমেদ, সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নেছা আইভি, প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুরনবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তাঁরপরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।