
ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা দফায় দফায় বাগানের গাছ কেটে ক্ষতি সাধন করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার রোড কালিতলা এলাকার জনৈক মোক্তাদুর রহমান ২০১৮ সালে একই এলাকায় ৭ শতক জমি ক্রয় করে। মোক্তাদুরের মৃত্যুর পর তার মেয়ে মাসুমা ফারজানা ঐ জমিতে শুপাড়ির বাগান করেন। সম্প্রতি ঐ এলাকার কয়েকজন সে বাগানের জমি নিজেদের দাবী করে প্রায় শতাধিক গাছ কেটে ফেলে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। সে সময় ফারজানা সদর থানার স্মরনাপন্ন হয়। তেমন প্রতিকার না পেয়ে আদালতের মামলা করেন তিনি। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। বিষয়টি প্রক্রিয়াধীন মধ্যে থাকাবস্থায় বুধবার সকালে প্রতিপক্ষরা আবার বাগানের অর্ধশত গাছ কেটে ফেলেন। এ অবস্থায় ফারজানা আবারো থানার অভিযোগ দায়ের করেছেন। ফারজানার অভিযোগ- প্রতিপক্ষরা প্রভাবশালী। তারা থানা পুলিশকে প্রভাবিত করে তার ক্ষতি সাধন করেই যাচ্ছে। তিনি এর সঠিক প্রতিকার চান।
এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা এস আই মমিনুল জানান, তাদের কাছে এর আগেও অভিযোগ এসেছিলো। নতুন করে আবারো অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আদালতে প্রতিবেদন পেশ করা হবে।