
ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রস্থ “বিজয়ের ময়দানে রানীশংকৈল” এর মোড়ক উন্মোচন করা হয়েছে । সোমবার জেলার রানীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সম্পাদনায় প্রকাশিত এ গ্রন্থটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জেলার রানীশংকৈল উপজেলায় পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা, গণহত্যা, নির্যাতন, প্রতিরোধ, বীরাঙ্গনাদের ইতিহাস এবং চুড়ান্ত বিজয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানান বইটির লেখক সোহেল সুলতান জুলকার নাইন কবির।
পরে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সাংবাদিক এবং শিক্ষকদের মাঝে বইটি বিতরণ করা হয়।