
ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র ও আলট্রা পোর গ্র্যাজুয়েশন গ্রæপের সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়। রোববার ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে হাঁস বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্তু কুমার রায় প্রমুখ।
এ সময় হত দরিদ্র পরিবারের ৩০ জন শিশুর মাঝে প্রত্যেককে ১০টি করে ৩শ টি এবং আলট্রা পোর গ্র্যাজুয়েশন গ্রæপের ২৫টি পরিবারকে প্রত্যেককে ১৫টি করে ৩৭৫ টি সহ মোট ৬৭৫টি হাঁস বিতরণ করা হয়।