শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: মে ১৭, ২০২২

শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা করেছে জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। এটি ইতিহাসের মাইল ফলক বলে মন্তব্য করেন বক্তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু ও মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, দপ্তর সম্পাদক এ্যাড. নাসিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপুসহ অন্যান্যরা।