ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, আনসার ও ভিডিপি ঠাকুরগাঁওয়ের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অ: দা:) ড. লুৎফর রহমান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল আলম মুকুল, ঠাকুরগাঁও প্রেস কাব সভাপতি মনসুর আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুনর রশিদ, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় জেলার বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোচনা ও বিভিন্ন সমস্যা চি‎িহনত করে তা সমাধানের জন্য নানা আলোচনা করা হয়।