পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ভাবনাগঞ্জ আদর্শ ক্লাব ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়েছ। রবিবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক প্রধান অতিথি হিসেবে তার পীরগঞ্জের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আলীর সভাপতিত্বে উদ্ধোধনী সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সৈয়দপুর ইউপি চেয়াম্যান বিবেকানন্দ রায় নিমাই, সাবেক চেয়ারম্যান একরামুল হক, ইউপি সদস্য অহিদুজ্জামান অহিদ, সাবেক ইউপি সদস্য ফজলুর করিম মানিক, সমাজসেবক আব্দুল আজিজ, আব্দুল ওহাব আলী, সোহেল, রানা, স্বপন, লিমন ও নওশাদ প্রমুখ। এ সময় আদর্শ ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।