পীরগঞ্জে জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে মারামারি, নিহত ১

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২

ঠাকুরগায়ের পীরগঞ্জে বসত ভিটার দুই হাত জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে। এতে সজিব রানা(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, বসত ভিটার দুই হাত জাগয়া নিয়ে রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আখাপাড়ার মৃত কফিলউদ্দীনের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাই আজিজুল হোসেন বুধু ও মানিকের মারা মারি হয়। এতে ঐ তিন পরিবারের ৭/৮ জন আহত হয়। এদের মধ্যে আমজাদের পরিবারের আহতরা ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে এবং মানিক ও আজিজুলের পরিবারের লোকজন পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের ছেলে সজিব (১৫) মারা যায়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আজিজুল হোসেন ও তার স্ত্রী নিপা আকতারকে আটক করে। তবে বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দিনাজপুর থেকে দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।