
“তারুণ্যের মেধায় বাংলা ভাষা” স্লোগানে উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা নিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘আইপজিটিভ’ এর অনলাইন ভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন “ভাষার সাথে”।
আসছে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা, যা আগামী ২১ এ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় সারা দেশের ৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
শুদ্ধ বাংলার চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আইপজিটিভ এর উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়া। এই প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। ২১ দিনে ২১ প্রশ্নোত্তর পর্বে ২১ জন বিজয়ী নির্বাচন করা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে এবং ২১ দিনে সর্বোচ্চ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকারীর জন্য থাকছে বিশেষ পুরস্কার ।
প্রতিযোগিতা সম্পর্কিত নির্দেশনাবলী বিস্তারিত জানতে যুক্ত হতে হবেঃ
ফেসবুক পেজ লিংকঃ www.facebook.com/ipositivebd.org
ফেসবুক গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/ipositive
প্রয়োজনেঃ ০১৭৭০০৯৯৩৪৪
উল্লেখ্য, আইপজিটিভ একটি সামাজিক সংগঠন তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ইতিবাচক, মূল্যবোধ সম্পন্ন দক্ষ হিসেবে গড়ে তুলতে এবং পজিটিভ বাংলাদেশ গড়তে ২০১১ সাল থেকে কাজ করে আসছে। কাজের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইয়াংবাংলা- সিআরআই কতৃক আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭ ইং এ দেশ সেরা দশটি সংগঠনের সাথে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।