
“মুজিব বর্ষের সফলতা, ঘড়েই পাবেন সকল ভাতা” প্রতিপাদ্যে র্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, ডিএন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মুন্নি আক্তার, সমবায়ী আনোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে হুইল চেয়ার ও বিনা সুদে ঋণ বিতরন।