পীরগঞ্জে বেগম রোকেয়া দিবসের র্যালীসহ চার সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১

বেগম রোকেয় দিবস
পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

বেগম রোকেয় দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাওয়ের পীররগঞ্জে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রতিনিধি ওয়ালিউর রহমান, উষা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ফেরদৌসী বেগম, নির্বাচিত জয়িতা তৃপ্তি রানী রায় প্রমুখ। শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩ গুনী নারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নের ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করেন। এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার। এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। সভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রানজীতিবিদ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। সভায় ৫০ তম বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

‘আপনার অধিকার আপনার কর্তব্য: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা হয়। উপজেলা পরিষদের মূল ফটকে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারি পরিচালক সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা দ্যুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।