দুস্থ-অসহায়দের জন্য আইপজিটিভের শীতবস্ত্র বিতরণ শুরু

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১

“শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা” এ ধ্বনি নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে ৮ নং দৌলতপুর ইউনিয়নের চাপড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন ‘আইপজিটিভ ‘।

সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করে আসছে। এবার ১১তম বারের মতো এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ‘আইপজিটিভ’ ।

স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দুস্থদের মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এই আয়োজনে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা হৃদয় নাথ অধিকারী,নূর মোহাম্মদ চৌধুরী এবং ‘আইপজিটিভ’ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ।

২০১৭ সালে দেশসেরা সমাজসেবামূলক সংগঠন হিসেবে ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’ অর্জন করে ‘আইপজিটিভ’ ।

আইপজিটিভ’র সভাপতি হাফিজ উদ্দিন জানান , ‘এটি ২০২১-২২ সিজনের প্রথম ক্যাম্প ।সকলের সহযোগিতা ও আমাদের উদ্যোমে আশা করছি এবার অনেক শীতার্ত মানুষের পাশে আইপজিটিভ দাঁড়াতে পারবে।’