
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা অংশ নেন। মানববন্ধন শেষে সম্প্রীতি র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।