পীরগঞ্জে এবার প্রধান শিক্ষকের মটরসাইকেল চুরি!

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাক্তারের পর এবার এক প্রধান শিক্ষকের বাড়ি থেকে একটি পালসার ১৫০ সিসি মটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের উত্তর গুয়াগাঁও এলাকার আল হাসানাহ্ স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম বলেন, ‘আমার শয়ন কক্ষের খোলা জানালা দিয়ে কৌশলে কক্ষের দরজার লক্ড খুলে ভেতরে ঢুকে মটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে।’ এদিকে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক বাসভবন থেকে ডাঃ কৃষ্ণ চন্দ্র রায়ের একটি মটরসাইকেল চুরি হয়। চুরির বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, ‘লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’