পীরগঞ্জে আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন বিনিময় সভা

দিনাজপুরের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ)’র আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে ঠাকুরগাঁও সদরসহ পীরগঞ্জ- রানীশংকৈল ও হরিপুর আঞ্চলের ৪০জন নারী-পুরুষ যুব সদস্যের অংশগ্রহনে আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভা প্রধান মারিয়া কিসকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন পীরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন এ ছাড়াও অন্যান্যদের মধ্যে মতবিনিময়ে অংশনেন, ফারজাহান আক্তার মনি,সেলিনা মূর্মূ, রমজান আলী, দীপ্তি রানী,শিউলি বেগম, তানিয়া আক্তার,সালমোন রায়, অর্জন রায়, ইতিরানী ও জাহাঙ্গীর প্রমূখ।