বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পীরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার বিকালে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সাধারণ সম্পাদক এনকে রানা,যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল,বিষ্ণুপদ রায়,নির্বাহী সদস্য দীপেন রায়,দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সাজু,ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন ও সাহিত্য সম্পাদক আমিনুর রহমান হৃদয় উপস্থিত ছিলেন।