শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের স্মারকলিপি প্রদান

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজ। বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট এ স্মারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান তনু।

স্মারকলিপিতে বলা হয়,দেশের অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, দোকান, বাজার, মার্কেট, যানবাহনসহ সবকিছু স্বাভাবিকভাবে চলছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাক-ঢোল পিটিয়ে ভার্চুয়াল ক্লাসের কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।