অগ্নি দগ্ধ কিশোরীর পাশে হাতিয়া ব্লাড ফাউন্ডেশন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অগ্নি দগ্ধ আইরিন আক্তার সাথীর পাশে দাড়াল স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া ব্লাড ফাউন্ডেশন। আইরিনের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা তুলে দিয়েছে সংগঠনটি। অগ্নিদগ্ধ কিশোরীর বাড়ি উপজেলার চরচেঙ্গা গ্রামে। সে মাইজদী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

তথ্যসূত্র বলছে, দেড় মাস আগে আইরিন আক্তার সাথী নামে (১৪) এই কিশোরী ভাত রান্না করতে গিয়ে অসতর্কতায় বাম হাত আগুনে পুড়ে পেলে। প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন, পরে ভর্তি করানো হয় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু পরিবার দরিদ্র হওয়ায় এখনো উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি।

আইরিনের চিকিৎসা চালিয়ে নিতে স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া ব্লাড ফাউন্ডেশন এগিয়ে এসেছে। অন্য সামাজিক সংগঠন গুলোও এগিয়ে আসবে এমন আশা আইরিনের পরিবারের।

আহত আইরিনকে অর্থ সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন হাতিয়ার সিনিয়র সাংবাদিক আমির হামজা, হাতিয়া ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম শামীম, সহ- সভাপতি ফয়সালা আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক ডা. নোমান উদ্দিন, প্রচার সম্পাদক মো. শামীম ফরহাদ প্রমুখ।