হাতিয়ায় মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১

নোয়াখালী হাতিয়া উপজেলায় সোনাদিয়া বাংলা বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। এ সময় উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, সোনাদিয়া চৌরাস্তা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, দক্ষিণ সোনাদিয়া জয়নাল পুলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ উদ্দিন।

আলোর মশালের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক খুবই কার্যকরী উপাদান। এই বিষয়ে সচেতনতা বাড়াতে আমরা পাঁচশতাধিক মুসল্লিকে মাস্ক দিয়েছি। পর্যায়ক্রমে হাতিয়া দ্বীপের অন্যান্য মসজিদেও আমরা মাস্ক বিতরণ করবো।’

এই সময় আরো উপস্থিত ছিলেন আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফারহান মাহমুদ, অর্থ সম্পাদক রাজিব উদ্দিন, দপ্তর সম্পাদক শরীফ উদ্দিন, সদস্য লিসান হাওলাদার, আবু নাঈম সাইফুল ইসলাম প্রমুখ।