ভূমিহীনদের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে খাস জমি পেতে ভূমিহীনদের হয়রানির অভিযোগ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীনদের মাঝে খাসজমি-জলাশয় প্রবেশাধিকার ও খাস জমিতে ভূমিহীনদের উপর হামলা-মামলা সহ নানা রকম অত্যাচার প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীনরা। বৃহস্পতিবার দুপুরে সিডিএ নামক একটি বেসরকারি সংস্থার উপজেলা কার্যালয়ে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি আনছারুল ইসলাম। লিখিত বক্তব্যে দাবী করা হয়, পীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে সিডিএ’র সহায়তায় ৬৯টি গ্রাম ভিত্তিক জনসংগঠন রয়েছে। এর সদস্য সংখ্যা ১০ হাজার ৮৮৩ জন। বর্তমান সরকার দরিদ্র ও ভূমিহীন বান্ধব হলেও স্থানীয় কিছু ভূমিদস্যুর কার্সাজি ও দৌরাত্মের কারণে ভূমিহীন সদস্যরা সরকারি খাস জমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং নানা প্রকার মিথ্যা মামলা সহ হামলা, অত্যাচার ও নিপীড়নের শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে দাবী করা হয় বৈরচুনা ইউনিয়নের অধীনে জগন্নাথপুর গ্রামের খেকিডাঙ্গীর প্রায় ৮০ একর সরকারি খাস জমিতে একজন মুক্তিযোদ্ধা সহ ১৭৫টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করা সহ কৃষি চাষাবাদ করছেন। ওই ভূমিহীন পরিবারগুলো বিদ্যুৎ সংযোগ পেতে বিদ্যুৎ বিভাগে আবেদন করেন। সেখানে সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ শুরু করেন। কিন্তু বে-গ্রæপ চিক্স লিঃ এবং স্থানীয় ভূমি দস্যুদের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভূমিহীনরা। এদিকে খনগাঁও ইউনিয়নের ঘিডোব মৌজায় খাস খতিয়ান ভূক্ত প্রায় ৫৪ একর জমির মধ্যে প্রায় সোয়া ৫ একর জমি ভূমিহীনরা ভোগ দখল করে আসছিল। ৩-৪ বছর ধরে রাজনৈতিক পেশি শক্তির মাধ্যমে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করে ওই সম্পত্তি প্রভাবশালীরা দখল করে নিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ভূমিহীনদের। তাছাড়া কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষা গ্রামের ২৪টি ভূমিহীন পরিবারকে ২০১০ সালে ১০ শতাংশ করে খাস জমি সরকারি ভাবে বন্দোবস্ত দেওয়া হলেও এখন পর্যন্ত ১২টি ভূমিহীন পরিবার বন্দোবস্তকৃত জমির দখল বুঝে পাননি।
সংবাদ সম্মেলনে সিডিএ’র প্রধান কার্যালয়ের কর্মকর্তা বেলাল হোসেন, ব্যবস্থাপক বাস্তবায়ন সোহেল রানা, উপজেলা সমন্বয়কারী কাউসারুল আলম, ইউনিট ব্যবস্থাপক ডালিম হোসেন, ঘিডোব ভূমিহীন জনসংগঠনের সভাপতি অবিনাস রায়, কোষরাণীগঞ্জ ইউনিয়নের সম্পাদক ভারতী রানী সহ স্থানীয় ভূমিহীন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ভূমিহীনদের মাঝে খাসজমি বন্টন ও বন্দোবস্ত সহ ৬ দফা দাবী বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মরক লিপি পেশ প্রদান করেন ভূমিহীনরা।