
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন সময়ে” আমরা পীরগঞ্জবাসী ( ঢাকায় থাকি), পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির” পক্ষ মেডিকেল সামগ্রী দেওয়া হয়েছে। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই মেডিকেল সামগ্রীগুলোর মধ্যে রোগীদের বেড -১ টি, হুইলচেয়ার -১ টি, অক্সিজেন সিলিন্ডার -১টি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ( UHFPO) ডাঃ মোঃ অাব্দুল জব্বার, অাবাসিক মেডিক্যাল অফিসার( RMO) ডাঃ মোঃ অাবু বক্কর সিদ্দিক , স্টোর কিপার বকুল অালম সহ প্রমূখ।
পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির পক্ষ হতে উপস্থিত ছিলেন অারিফুজ্জামান বাবু, তানভীর রহমান মিঠু, মোহাম্মদ সাইফুল্লাহ,সুবর্ণ ইসলাম, সানজিদ সামুন, রোকনুজ্জামান অপু, সুমন, মিলন।