ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫০০ জন কর্মজীবী মাকে স্বাস্থ্যসেবা ও উপকরণ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এ আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে উপস্খিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(গাইনী) ডা: নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ প্রমূখ। এসময় প্রত্যেক কর্মজীবী মাকে একটি করে লাইফবয় সাবান, খাবার স্যালাইন ও বিস্কুটের প্যাকেট দেয়া হয়।