হরিপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তোজাম্মেল হক (বহেরা) নামে একজন মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

২৮ অক্টোবর (বুধবার) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল করিম এর রায় প্রদান করেন।

হরিপুর থানার অফিসার ইনর্চাজ আওরঙ্গজেব জানান, ২৭ অক্টোবর দিবাগত রাত্রি ৩ টার সময় উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও(মুন্সিপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী তোজাম্মেল হক বহেরার তার বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তোজাম্মেল হক বহেরা ও তার স্ত্রী মোঃ জোসনা কে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে৷

অতপর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল করিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তোজাম্মেল হক কে গাঁজা সংরক্ষণ ও বিক্রির দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং জোসনা কে জিজ্ঞাসা করে মুসলেখা নিয়ে ছেড়ে দেয়৷ হরিপুর থানা পুলিশ আসামি কে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে৷