
দিনাজপুরে এক লিচু বাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টায় সদরের ফাজিলপুর ইউনিয়নে মহারাজপুর এলাকায় রাস্তার পাশের লিচু বাগানটি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুক্তার হোসেন ওই ইউনিয়নের উত্তর হরিরামপুর গ্রামের খাইবর হোসেনের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, প্রতিদিনের মতই মঙ্গলবার সকালে মুক্তার তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মুক্তার।
“সারাদিন তিনি আর বাড়ি ফেরেননি। রাতেও তার খোঁজ পাওয়া যায়নি।”
বুধবার সকালে স্থানীয় লোকজন মহারাজপুর এলাকার ওই লিচু বাগানে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
মৃতের মাথায় আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, দুবৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।