ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুবিজ বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও ও পঞ্চগড় সার্কেলের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বাস/মিনিবাস/কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহবায়ক সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, জেলা ট্রাক ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বিআরটিএ’র ঠাকুরগাঁও ও পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সারওয়ার আলম।
এ সময় সড়ক নিরাপদ করতে মোটরযান চালক, মটরযান মালিক, মোটরসাইকেল চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সতর্ককতা মূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান সড়কগুলিতে লিফলেট, পোস্টার, স্টিকার বিতরনের সিদ্ধান্ত নেওয়া হয়।