হরিপুরে ২২ মণ্ডপে হবে দুর্গাপূজা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার উপজেলার ২২ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ করতে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। এর সঙ্গে চলছে সাজসজ্জা ও পুজামন্ডপে আশেপাশে মোড়গুলোতে আকর্ষণীয় গেইট নির্মাণের কাজ।

প্রতিবারের মতো এবারও উপজেলার সবচেয়ে বড় পূজার আয়োজন করেছে উপজেলা ধীরগঞ্জ বাজার পূজামন্ডপ ৷

হরিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, নগেন কুমার পাল বলেন, এবার ২২ টি পুজা মণ্ডপে ও ২ টি পরে পুজা উদযাপন হবে৷‘সব সম্প্রদায়ের সহযোগিতায় আমরা যুগ যুগ ধরে হরিপুরে পূজার আয়োজন করে আসছি। এবারও আশা করি সবার সহযোগিতায় সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করতে পারবো।’ ‘পুজোর নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন। প্রশাসনের পাশাপাশি পূজামণ্ডপে আয়োজক কমিটি স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছে। সকলের সমন্বয়ে আমরা পূজার সব আয়োজন শেষ করতে পারবো বলে আশা করছি।’সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন হবে৷রাত্রী ১০ টা পর্যন্ত পূজা চলবে৷সল্পপরিসরে নিয়ম মেনে পূজা উদযাপন করা হবে৷

হরিপুর থানা অফিসার ইনর্চাজ মোঃ অওরঙ্গদেব বলেন,এবার পূজা মণ্ডপে পুলিশ ডিউটিতে থাকবেনা৷তবে সার্বক্ষণ পুলিশ টহলে থাকবে৷